গাজীপুরের শ্রীপুরে পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে হামলা,বিএনপি-আওয়ামীলীগ প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ ।
আলমগীর কবীর:
রোববার ১০জানুয়ারি২০২১ইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী কার্যালয় তছনছসহ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট কাজী খানকে কুপিয়ে আহত করে।তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানেও তার ওপর আরেক দফা হামলা চালানো হয়। এতে পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।এ ছাড়া হামলায় পৌরসভার কয়েকজন বিএনপি কর্মীর বাড়ি-ঘরও ভাঙচুর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন মির্জা ফখরুল।
অপরদিকে,রোববার বিকেলে বিএনপি মহাসচিবের নিন্দার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।
তিনি বলেন,আওয়ামী লীগ কর্তৃক বিএনপি প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ বানোয়াট,মনগড়া, ভিত্তিহীন। পৌর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমার ইমেজ নষ্ট করতে হামলার নাটক সাজানো হয়েছে।পাল্টা অভিযোগ করে মেযর প্রার্থী আনিস বলেন,পার্শ্ববর্তী ভালুকা, গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসীদের জড়ো করে নৌকা প্রতীকের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে।এ বিষয়ে একাধিক অভিযোগ নির্বাচন কমিশনে ইতিমধ্যে জমা দেয়া হয়েছে।উল্লেখ্য, রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপি প্রার্থীর বসতবাড়ি ও নির্বাচনী কার্যালয়েও হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে।